ওয়ার্ডপ্রেস কাস্টম থিম তৈরী: পর্ব-৩, প্রয়োজনীয় ফাইল-ফোল্ডার তৈরী।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আজ আমরা ওয়ার্ডপ্রেস কাস্টম থিম তৈরী এর সিরিজ পোষ্ট এর তৃতীয় পর্ব শুরু করছি। প্রথমেই বলে নিই: আপনি যদি পূর্বের দুইটি পোষ্ট পড়ে থাকেন তাহলে এখান থেকে শুরু করেন আর যদি এই পোষ্টে নতুন হন তাহলে পূর্বের দুটি পোষ্ট পড়ে আসুন। এই সিরিজের সবগুলো পোষ্টের লিং পাবেন পোষ্ট এর নিচে।
এখন আসি মূল আলোচনায়: গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস থিম এর লে-আউট সম্পর্কে আলোচনা করেছি। এই পর্বে আমরা প্রয়োজনীয় ফাইল-ফোল্ডার তৈরী করব। প্রথমে আপনার ডেক্সটপে একটা ফোল্ডার তৈরী করুন ‘custom theme’ নামে। এবার এই ফোল্ডারের মধ্যে কিছু ফাইল তৈরী করতে হবে আর এ জন্য আমাদের প্রয়োজন হবে একটা নোটপ্যাড সফটওয়ার যেটা এই লিংক থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর ইন্সটল করে ওপেন করুন এবং নিচের ফাইল গুলো ‘custom theme’ ফোল্ডারে তৈরী করুন:
style.css
header.php
index.php
footer.php
single.php
sidebar.php
functions.php
এবার এখান থেকে এই ছবি টা ডাউনলোড করে ঐ ফোল্ডারে ফাইল গুলোর সাথে রেখে দিবেন ভুলেও রিনেম করবেন না (screenshot.jpg থাকবে):

itbatayan.com
এখন তাহলে আপনার ফাইল সহ ফোল্ডারটি হল এই রকম:

itbatayan.com
আজ এই খানেই শেষ করছি। আগামী পর্বে আমরা এই ফাইলগুলোতে কোড যোগ করব। সেই প্রত্যাশা নিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।
‘ওয়ার্ডপ্রেস এর কাস্টম থিম তৈরী’ সিরিজ এর সকল পোষ্ট এখানে।
প্রিয়তে যুক্ত করুন: 10